প্রতিনিয়ত জ্ঞাত অজ্ঞাত লাঞ্ছনায়
বোবা কান্নায় লুকায় ন্যায় অন্যায় ,
মেয়ে হায়া ঢাকো টানো আঁচল
রাস্তায় ওঁত পেতে হায়েনার দল ।


মৃত নিবৃত্ত যেন ভোগ্য পণ্য
খাবলে ছোবলে পশু আদিম বন্য  
মুখে কুলুপ এঁটে  এভাবেই পথচলা
সামাজিক দলে উপমা  তুমি অবলা  ।


মুখ বুজে সব গায়ে মাখো
পতিত পুরুষ স্তনে হাত রাখো,
লোলুপ পুরুষ হাত খামচে ধরে রোজ
নষ্টা পতিতা করে করবে তোমায় ভোজ ।

প্রতিদিন  বদলায় এই হায়েনার রূপ
জাগো নারী জেগে উঠো আর নয় চুপ ,
প্রতিক্ষণেই নিশ্চুপ মৃত নারীর দল
আজকে জাগো জাগাও তোমার বল ।


জাগো তুমি শেকল খুলে ফেল সব
জ্বলো তুমি পুরুষের পশুত্বে হয়ে সরব ,
আর নয় নিষ্পেষণ নয় চোখে জল
সব হাত মিলে দাও বিষের ছোবল  ।