জারুল ফুলের ঘ্রাণ
অবশেষে ছায়া,
নারীর কুঠরিতে আছে
কাজল কালো মায়া ।।


ফানুস হয়ে স্বপ্ন
মিলিয়ে নাড়াচাড়া
রঙ্গিন আলোয় এই যে শুরু
এই হয়েছে  সাড়া ।।


জানিয়ে দিলাম আজ
কুড়ি বছর পর
নামটি ছিল বুকের মাঝে
একই ছিল ঘর ।


আশাহত পাখির মত
উড়াল পাখি খানি
জীবন জুড়ে রইল
পাওনা সুধার রানী ।।


জানিয়ে দিলাম আজ
কুড়ি বছর পর
নামটি ছিল বুকের মাঝে
একই ছিল ঘর ।


জনম জনম ডাগর নয়ন
জড়িয়ে তারে রাখি
রিনিঝিনি কাঁকন খানি
তোমার সুধায় মাতি ।।
পান করিয়া ভুভুখ নদী
সবটাই জুড়ে থাকি ।


জানিয়ে দিলাম আজ
কুড়ি বছর পর
নামটি ছিল বুকের মাঝে
একই ছিল ঘর ।।