যদি এমন হত
ছবির মত
হাতে হাত রেখে
তোমায় বলি,
চলো সুদূরে যাই ফিরে
আমাদের নানা রঙের
সোনার  দিনগুলিতে ।


যদি এমন হত
অতীতের মত
চাঁদের আলোয় বিস্তর
সবটুকু ভরে যেত
আমার ছোট কুঁড়েঘর ।


যদি এমন হত
দুঃখ যত
হারিয়ে যেত চিরতরে ,
সুখ পাখিটা বাধা
থাকত সদা আমার ঘরে ।


যদি এমন হত
সাদাকালো দিনগুলির মত ,
তোমার হীরে গাঁথা মুখ
দিত অবারিত সুখ,
দিবানিশি ফিরে
আমার সেই ছোট কুঁড়েঘরে।