কেড়ে নিয়েছে সহোদর  
ফুঁড়িয়ে গেছে আত্মার মানব,
যন্ত্র হয়েছে দানব
যন্ত্রদানব যন্ত্রদানব যন্ত্রদানব ।


বর্ষার ঝুম বৃষ্টি টাপুর টুপুর
কতকালের স্বপ্ন রোদঘেষা দুপুর,
চোরকাঁটা বেছে জংলী ফুলের মালা .
আহা আমাদের সেই স্বপ্নের পাঠশালা ,


যন্ত্র হয়েছে দানব
যন্ত্রদানব যন্ত্রদানব যন্ত্রদানব ,
কেড়ে নিয়ে অগ্রজ
চিরতরে প্রাণ হয়েছে নীরব ।


রাখতে আমায় বুকেতে
তোমার ওম দিয়ে  ,
রাখতে আমায় আগলে .
তোমার বৃক্ষতলে জুড়িয়ে ।


যন্ত্র হয়েছে দানব
যন্ত্রদানব যন্ত্রদানব যন্ত্রদানব ,
কেড়ে নিয়ে বন্ধু মানিকজোড়
নিভে গেছে প্রাণের উচ্ছলতা শোরগোল,
প্রাণের উদ্দীপনা হারাল সব
যন্ত্র হয়েছে দানব
যন্ত্রদানব যন্ত্রদানব যন্ত্রদানব ।


প্রতিদিন ঝরে প্রাণ
কাঁদে জমিন আসমান ,
দানবের তাণ্ডবে
রক্তে ভাসে মুখ
শূন্য করেছে হায়
কত কত মায়ের বুক ,
যন্ত্র হয়েছে দানব
যন্ত্রদানব যন্ত্রদানব যন্ত্রদানব ।


(১৯৯৬ সালের ৫ই আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আমার সহোদর অগ্রজ ও বন্ধু দেওয়ান সিরাজুল ইসলাম টিটু । এই কষ্ট কখন ভুলে যাওয়ার নয় ,   বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় ৬৪ জন নিহত হয়৷ সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি)-এর জরিপে এই তথ্য উঠে এসেছে, পথ যেন মৃত্যুর ফাঁদ না হয় এবং আমাদের যানবাহন গুলো যন্ত্রদানব না হয়ে উঠে , এই কবিতা টি আমার অগ্রজের তরে উৎসর্গীকৃত )