জোছনাময়  জাগে হ্রদয়
নিমিষেই অরুণিমা,
আমার ঘর জুড়ে থাকে
মায়াবতী পূর্ণিমা ।


জোছনার প্লাবনে অবিরল
প্রেমিক প্রেমিকার দল,
জাদুকরী রাতে  মূর্ছা গেলো
গ্রাস করে চাঁদের আলো ।


ভাসে অনুভূতিপুঞ্জে
জাগে হৃদয়-কুঞ্জে
জোছনা গড়েছে ছাদ
আহা রূপসী চাঁদ ।


ভেঙ্গে লাজুক নীরবতা
চলবে প্রেম-কথা
হাতে রাখো হাত
ডাকছে বিবাগী রাত ।


নীলাভ চাঁদের আলো তখন
আমায় করে অন্ধ অচেতন !
জোছনার মায়াময় খেলা
রুপার আলোর মেলা ।


অন্ধকারে শহরের তলদেশ
চাঁদ করে চুম্বন,
জোছনা বিবাগী উম্মাদ
প্রেমিকের মতন ।


জোছনা ঢুকেছে ঘরের ভিতর
জোছনা ছেয়েছে বিস্তৃত প্রান্তর ।