কাশ্মীরে আজ ঝরেনি রক্ত
ফিলিস্তিনের দুর্বল শিশু হয়েছে শক্ত ,
থেমে গেছে ইরাকে আত্মঘাতী হামলা
নাস্তানাবুদ শক্তির খেলা সাম্রাজ্যবাদ ঠেলা সামলা।
হিংস্র সাম্রাজ্যবাদ নাই হুঙ্কার
নিরীহের মত ঘুমিয়ে চারিধার
মুখ নাক আবৃত সবার
নিস্তব্ধ শুধু আঁধার আর আঁধার ।
গতকালের শক্তি ক্ষমতার বল
আজ সব অনর্থ পরাজিত অচল ,
সবার জন্য আজ সার্বজনীন যুদ্ধ
প্রাণপণে লড়ছে সবাই তবু নাই কোন সাড়া শব্দ ,
আজকের পৃথিবী যেন একটি সাগর
এক রঙের সুখ সবার জন্য সমান আদর ,
একটি বিশাল দেহে গাঁথা শ্রেনীবিহীন পাঁজর
শান্তির সাদা পায়রা ঢাকবে হয়ে সাদা চাদর ।
করোনা যুদ্ধে আজ সবাই
যেন এক সাগরের উত্তাল ঢেউ
একসাথে একহাতে লড়তে না পারলে
এ জীবন যুদ্ধে জিতবেনা কেউ ।
যুদ্ধের দামামা দখলদারেরা
শক্তির হুঙ্কারে গর্জে সর্বদাই ,
আজকে তারা দৌড়ে পালায়
যুদ্ধ চলছে অস্ত্র ছাড়াই ।