কাঠ চৌচির দুপুরে বক্র সরল
সব শুষে নিবে তরল,
ইস্পাত গ্রানাইট কঠিন
উষ্ণ মরু বৃষ্টিবিহীন  ,


তোমাকেই মনে হয়
বরফের শীতলতা
কিছুই নয় শুধু পাথরের
পাওয়া কোমলতা।


রমনীয় ভাজে মনপাখি উড়ে
বিহ্বল নন্দনে সবটাই জুড়ে ,
  আহা এই বুঝি মাতাল
  জড়িয়েছে মায়া জাল ।


কঠিনে তরলে সম্মোহন
মোহময় কোমল অবগাহন
স্পর্শে মোহিত মাদকতায়
জুড়িয়ে যাই কোমলতায় ।