পাই না পাই তবুও চাই
পারি না পারি  পায়চারি,
নিত্য বাঁচে নিত্য মরে
ভবের এই সংসারে ।


কে উপরে কে নিচে
কারবার করে কিনে বেঁচে,
কে কারবারি কে অধিকারী
বুঝতে না পারি ।


মনেতে বাস করে
কে করে মনেতে বিচরণ
মনেতে করে গমন
মনেতে তার বচন।


জলে স্থলে অন্তরীক্ষ
গুরুর চরণে খুঁজি বটবৃক্ষ ,
সদা সত্য গুরু শিষ্য
ধনী গরীব কি অস্পৃশ্য ।


সিদ্ধি-লব্ধ হয়না কেনো
যেনো  খাঁখাঁ মাঠ ,
নিত্য পুড়ি  
নিষ্ফল খড় কাঠ ।


চারিদিক শুনশান নিস্তব্ধ
কোন ঘর করতে লব্ধ
কে করছে জব্দ
করল আমায় আবদ্ধ ।