তুমি কি মোহ
নাকি নদী স্রোতের প্রবাহ,
তুমি কি ইচ্ছে ডানার মুগ্ধতা
নাকি বুকের অদ্ভুত মৌনতা ।


তুমি কি শূন্য বন
নাকি সুতীব্র এক রঙ্গন ,
তুমি কি নতুন একটি মাত্রা
নাকি স্রোতের উল্লাস যাত্রা?


তুমি কি হঠাৎ্ খুঁজে পাওয়া আড়াল চোখ
নাকি সামাজিক অসামাজিক যোগাযোগ ?
তুমি কি স্বরচিত কবিতার রূপবাণী
নাকি তুমি আমার কল্পনার স্বপ্ন রানী ।


তুমি কি আমার খাঁ খাঁ
রোদেলা বিষাদ দুপুর,
নাকি জীবন বদলের
হাতছানি সুদূর?


তুমি আমার কি সে ,
জ্বালায় কেন ভালবাসার বিষে ?
মন থাকেনা মনে হারায় গোপন
তোমার সাম্রাজ্যে অবগাহন।