কেন এভাবে আমায় ঠেলছ দূরে
বারে বারে কষ্ট জাগাও হৃদয় খুঁড়ে,
ফেলে দিলে পড়ে যাব গড়িয়ে
আঁকড়ে ধরতে দিব হাত বাড়িয়ে।


টেনে তুলবে আমায় দিতে আশ্রয়
হৃদয়ের সব টুকু ছুঁয়ে থাকবে হৃদয়,
অভিমানের খেয়া কেন ভেসে চলে
অভিমানী মন  বিরহের কথা বলে ।


কেন এভাবে আমায় যাও ছেড়ে
বুকের ভিতরে অসহ্য বেদনায় নেড়ে
জানি বীজ থেকে বৃক্ষ উঠেছে বেড়ে
যন্ত্রণার অতলে সব কেন নিবে কেড়ে?