এভাবে কেন তবে চলে যাও নীরবে
এই বিরহ বিষাদে পাথরের মন কাঁদে।
তোমাকে দেখে চোখ ভরে রাখে অপার সৌন্দর্য
আবেগ কাতর অন্তর বিভোর তোমার স্বপ্নে মুগ্ধ।


উগ্র চৈত্র তবু তোমাকে মনে হয় তরুণ পাতা
তুমি একমাত্র হৃদয়ের গভীর আপন ব্যথা
কেন দূরে চলে যাও অনুভবে
একলা আমায় ছেড়ে নীরবে।


বুকের বুননে তুমি তীব্র প্রখরতা
উদ্যমপরায়ণ অবয়বে তুমি মুখরতা,
সস্নিগ্ধ প্রেমের একটা রাঙ্গা প্রভাতে
স্পৃহা গুলো তুলে দিয়েছি তোমার হাতে।


প্রেম কাব্য গড়া একটা আপন নীড়
বুক ভরে থাকে তোমার স্নিগ্ধ সমীর,
অপেক্ষা বাড়ে আবার কবে দেখা হবে
কেন চলে যাও এভাবেই নীরবে‌।