খেঁক শিয়াল  বর সাজে
টুপুর মাথায় দিয়ে
রোদ উঠে বৃষ্টি পড়ে
খেঁক শিয়ালের বিয়ে ।


একসাথে ব্যাঙ নাচে
রাঙা রঙ  ছড়িয়ে
উঠল গেয়ে টিয়ে,
রোদ উঠে বৃষ্টি পড়ে
খেঁক শিয়ালের বিয়ে ।


পায়রা সাথে দোলে
বাকবাকুম বাক
কাঠবিড়ালী আসছে তেড়ে
সেজেছে বরের কোলে,
রোদ উঠে বৃষ্টি পড়ে
খেঁক শিয়ালের বিয়ে ।


বিয়ের পালকি সাজাও
সবাই বাজনা বাজাও
বৃষ্টিতে রোদ মিলিয়ে,
বনের সবাই  এসো
বাজাই আনন্দ বিলিয়ে।


রোদ উঠে বৃষ্টি পড়ে
খেঁক শিয়ালের বিয়ে !


২)



নৈশব্দ গুঞ্জন


চুপচাপ  ফিশফাশ
নেই  কাজ  খই  ভাজ ,
পাছে  লোকে  না  শুনে
কথা  হয়  গুনে  গুনে ।


চিৎকার  শোরগোল
হৈ হৈ  রৈ রৈ ,
জোরে শোরে কথা  কই
লোকে বলে আবোল তাবোল ।


শুন শান  ছমছম
নিশ্চুপ  নিত্তি ,
নীরবতা  নির্জীব
নিরিবিলি   খিস্তি ।


টুপ টুপ  ডুব  ডুব
ঝিরি ঝিরি   বৃষ্টি ,
শো শো    রো রো
হাওয়া  বয়  মিষ্টি ।


কর্ণ  শন শন  
জলরাশি  গর্জন
সাগরের  ঢেউ ,
মেঘ ডাকে চুপিসারে
শুনছে না  কেউ ।