নয়নের জল অনলে
অবয়ব খুঁজে আয়না ,
তবুও প্রেমটুকু স্পষ্ট
কেন বোঝা যায়না ।


হও যদি
আমার কল্পতরু,
সবুজে সবুজ নিরবধি
জুড়িয়ে যায়  রুক্ষ মরু ।


মন বলে যদি সে ফিরে তাকায়
অবাক অমর প্রেমকথায় ,
একটি মাত্র শাশ্বত বাক্য
সব অসুখের একমাত্র আরোগ্য ।


বোধগুলো অগোছালো
সাদা কালো মিশ্র
বেদনাহত চোখ লুকায় অশ্রু ,
অল্প একটু ভুল কেন শক্ত মাশুল ?


বুকেতে ফোট তুমি কোন সে  ফুল
আনচান সারাবেলা অস্থির ব্যাকুল ।
ভাবছি যারে নির্বিকারে
খুঁজছি তারে দ্বারে দ্বারে।