ক্ষনিক তুমি আচমকা এক ঝলকানি
বুকের ভিতর সন্ধ্যা তারার হাতছানি ,
এক প্রহরের খামখেয়ালি বল্কানি
ভিতরে বাহিরে দমকা হাওয়ার মাতলামি |


ক্ষনিক তুমি শরীরের ভিতর সবখানি
বুকের মাঝে বুক জুড়িয়ে আমদানী ,
ভালবাসার লেনাদেনার চমকখানি
জুড়িয়ে যায় তোমার সুধায় পাগলামি |


ক্ষনিক তুমি বিহবল পাখির মতই উড়ো
সকাল দুপুর সন্ধ্যায় কার নাম ডাক পারো,
ক্ষনিক তুমি শরীরের মাঝে শরীর বিধো
সুখের চাষে সুখ সম্ভারে  সন্তরনে সমৃদ্ধ  ;


ক্ষনিক তোমার স্বর্গীয় ফল বুক সম্ভার খোলো,
নাভিদেশে কুমোদের ঘ্রান উপর নিচে মেলো,
নিতম্বের ক্ষীয় ছায়ায় আমায় জাগিয়ে রাখো
উষ্ণ দেহের উত্তাপে  জলে ভাসিয়ে থাকো |