মেতেছে বনের গহীনে
খরগোশ সজারু হরিণে,
বনের রাজা নাই
আমরা রাজা চাই ।
ঐ যে চালাক শিয়াল
সব করেছে খিয়াল
তার যে মেলা গল্প
সেইটা এখন বলবো।


সবার সাপের্ট চাই
তাইলে আপদ নাই।
করলে আমায় রাজা
থাকবে সুখে তাজা!


খরগোশ সজারু হরিণ
বনের প্রজাপতি ফড়িঙ
দলমত নির্বিশেষে
শিয়াল রাজা সেজে
রাজত্ব চালাতে থাকে
সবাই হাজির তাহার ডাকে!


এইভাবে রাতদিন গত
বনে থাকে যে যার মত
খরগোশ সজারুর একটা গর্ত
মিলেমিশে বসবাস করত।
একদিন হঠাৎ
গর্তে বজ্রপাত!
বন্ধু হলো বন্দুক
কেউ দেখে না কারো মুখ!


এবার শিয়াল রাজার বিচার
খরগোশকে বানিয়ে আচার
আনন্দে করে দিয়ে পাচার
সজারুকে জোড়ে দিয়ে আছার
তাদের জীবন করে দিয়ে মিসমার
দেয় ঘোষনা, দেখলে, রাজার বিচার!
বনের যত পশু-পাখি
নয়নজলে ভিজিয়ে আঁখি
বলতে থাকে হুক্কা- হুয়া
দেখলে রাজার বিচার??
জি স্যার! জি স্যার!!