কোন দিন জানলে না তুমি
কতটা উঠত ঝড়
দেখলে তোমায় উথাল
পাথাল কাঁপত অন্তর,


স্নিগ্ধ ভাললাগা টুকু হয়ে আছে
অমলিন স্মৃতি
মুগ্ধতার আবেশ টুকু
হয়ে গেছে সবুজ ছায়াবীথি।


কোন দিন জানবে না তুমি
স্নায়ুতে বাস ছিল অন্য এক ভূমি,
একান্ত ছায়ায় মায়ায় ছিলে প্রতিমা
মায়াবী মুখচ্ছবির নাই কোন উপমা।


কোন দিন জানলে না তুমি
তোমার মোহে ডুবেছিলাম আমি,
সরল সহজ যুবকের সেই শুদ্ধ অনুভূতি
আজো তেমনি অমূল্য ভীষণ দামী ।