চারিদিকে শুনি  
এ কোন ধ্বনি,
আকাশে বাতাসে  
কান্নার বয়ান,
রুপালী গিটারের
বরপুত্রের মহাপ্রয়াণ |


ভাঙ্গল মেলা
শেষ হয়ে খেলা,
আহা এই অবেলা
অবাক স্পন্দনে,
দাগ কেটে নাড়ে
ভীষণ পড়ছে মনে ।


অচেনা পথিকের
চোখ ভিজে জলে
বাড়ছে শ্রদ্ধাঞ্জলি আসছে দলে দলে
কার আছে  সাধ্য
এমন প্রসন্ন ভাগ্য ,
সকল শ্রেণী পেশার আরাধ্য ,


বুকের ভিতরে লুকায় পষ্ট
আহা পুষতে নিদাঘ কষ্ট,
প্রজন্ম থেকে প্রজন্ম করে গণ্য
সাদামনের মানুষ
তুমি অসামান্য অনন্য  ।