আচলখানি সরে গেছে
জীবনের তরে কপাল পুড়েছে ,
এ আঁচ দগদগে নীল কষ্ট
দিনের মতই ভীষণ স্পষ্ট,


মনে হয় কোথাও কেউ নাই
নাই কোন আশ্রয় ,
এমন করেই ভেঙ্গে ভেঙ্গে
চুরমার হয় হৃদয় ।


মায়ের কষ্ট
নিঃশ্বাসের মতই স্পষ্ট
নিদাঘ এ দহন
অদ্যাবধি করছি বহন ।


মায়া-হীন মমতাহীন অনাদর
গড়েছে বেদনা বিরহ
আর বিচ্ছেদের নতুন
এক মহাসাগর ।


ভায়ের কষ্ট
বাবার কষ্ট মায়ের কষ্ট
নখ থেকে চুলে বিঁধেছে
পুড়ে পুড়ে সয়েছে ,


বিষাদের আকাশ দীর্ঘশ্বাস
কষ্টের হিমালয় চূড়ায় ফানুস উড়ায়
অনাদর আর বেদনার নতুন মহাসাগর ,


সব টুকু সব কিছু
শেখায় উঁচু
সংস্কার উৎকৃষ্ট,
বিরহে করুণে বিচ্ছেদে
পুড়ে পুড়ে বানায় খাটি শ্রেষ্ঠ ।


( সবসময় হাহাকার আর বেদনার নাম মা এর শূন্যতা )