যতই বলো বেশি কিংবা অল্প
সারাদিন বললেও শেষ হয় না মায়ের গল্প ,
ভাবো যতই বাস্তব কিবা কল্প
আহা কি অনন্য
শুধু  আমার  মায়ের গল্প ,
মায়ের নেই কোন বিকল্প
মায়ের হয় নারে বিকল্প ।


মা ওগো মা ,  ওগো মা
মা ওগো মা , ওগো মা
ওগো মা ,  ওগো মা
মা ওগো মা ,  ওগো মা
আমার মায়ের হয় নারে  বিকল্প ।


মায়ের বিকল্প শুধুই মা
কখনও যদি হারায় তা ,
বুঝবে তুমি  মা কি রতন অমূল্য ।।
পৃথিবীতে নেই  কিছু নেই নেই কিছু নেই
আমার মায়ের   তুল্য ।


মা ওগো মা ,  ওগো মা
মা ওগো মা , ওগো মা
ওগো মা ,  ওগো মা
মা ওগো মা ,  
আমার মায়ের হয় নারে  বিকল্প ।


মা বলে সন্তান তুমি মম
এ পিঠ ও পিঠ সবটাই সম,
নেই সাদা কালো কিংবা  অসম ।।
কিছু নেই মায়ের কাছে  সন্তানের মত এত  প্রিয়তম ।


মা ওগো মা ,  ওগো মা
মা ওগো মা , ওগো মা
ওগো মা ,  ওগো মা
মা ওগো মা ,  
আমার মায়ের হয় নারে  বিকল্প ।


মায়ের  চোখে নয় কিছু তির্যক
মা শুধু ভালবাসার নির্নয়ক ,
মা আর সন্তানের সে  সম্পর্ক ।।
মায়ের   আদর সবার উর্ধ্বে সবার সেরা থোড়াই  যুক্তি তর্ক   ।

মা ওগো মা ,  ওগো মা
মা ওগো মা , ওগো মা
ওগো মা ,  ওগো মা
মা ওগো মা ,  
আমার মায়ের হয় নারে  বিকল্প ।


(আমার জান্নাতবাসী  মা জননী রওশন আরা ও আরেক জান্নাতবাসী মা জননী স্বপ্না ইসলামের ভালবাসার ঋন শোধ হবার নয় , তাদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত  )