মাগো আকাশ পানে তোমার টানে নিত্য,
খুঁজে ফেরে নিঃস্ব আমার চিত্ত,
তোমার মুখটা ভেবে
মাগো একটু দুচোখ বুজি,
তোমার ছোঁয়া পাইনা
মাগো তোমায় একটু  খুঁজি |


তোমার জন্য পৃথিবীতে এত আলো
মাগো তোমার জন্য উবে যায় সব কালো,
তোমার জন্য মৌমাছিরা বিধেনা যে হুল
তোমার জন্য তাবৎ দুনিয়া জুড়ে ফোটে ফুল ।


অসীম শীতল পরশ মাগো
তোমার একটু ছায়া,
যেন পেখম মেলে পেখম ছড়াও
মাগো কি যে  মায়া ।


তোমার চরনধুলি
সাত আসমান জমিন আর
সাত সমুদ্র তের নদী খুঁজি,
তোমার ছোঁয়া পাইনা বলে
মাগো তোমায় একটু  খুঁজি,


সারাজীবন বিনিময়ে তোমায় যদি কিনি
তবুও মাগো সাড়া জীবন জুড়ে করলে ঋণী,
অন্তরের অন্তরে দিবানিশি,
তুমি কি জানো না মাগো তোমায় কি যে ভালবাসি |