জানে নাতো কানাকড়ি
কোন পথে চলছে মনগাড়ি,
সিদ্ধহস্তে একটুখানি
নেড়ে হাতেখড়ি
মানুষ  খুঁজে মানুষ পড়ি ।


পড়তে পড়তে মনের মানুষ
উড়ে যায় রঙিন ফানুস
কিসের আশায় সঙ্গবাসী
সাধন ভজনে যোগী সন্নাসী ।


ফকির লালন পেয়ে অচিন পাখি
আসতে যেতে দেয় যে ফাকি,
মানুষ খুঁজে মানুষ মাপি
কোথায় পাব সেই মাপকাঠি ?


মানুষ যপি মানুষ করি ধ্যান
মনের মানুষের নাগাল পাই না কেন ?
ফকির লালন পেয়ে খাচা
হিসেব মেলেনা কেন তা এতই কাঁচা ?


মানুষ  খুঁজে মানুষ পড়ি
পাবার আশায় হাতেখড়ি
মনপাখি পাছে পিছে গৃহত্যাগি
আশার বাসায় বাধল যোগী ।


(ঈদুল ফিতরের রাতে লেখা,
- গেন্ডা ,সাভার )