যোজন যোজন দূরে
ডাকে এক মায়া,
বুকের পাঁজর জুড়ে
দেয় শীতল ছায়া ।


নিঃশ্বাসের জরুরী হাওয়া
পরাণে যার বসবাস,
মনের ভেতর আসা যাওয়া
করছে আমায় পূর্ণগ্রাস ।


দূরের কোন সে ধন
পোড়ায় মন সর্বক্ষণ,
অচিন কোন সে জন
নিজের চেয়েও বেশি আপন ?


মনের ভেতর কোন সে বপন
বৃক্ষ হয়ে করে যাপন,
সুখ-পাখিরা করে গমন
পরানের পরান যে জন ।