এই যে নারী
ডুবতে পারি ,
ভাঙ্গতে পারি দীর্ঘ সন্ন্যাস
দেখে তোমার দীঘল চুলের অপরূপ বিন্যাস ।


উতলা হাওয়ায় উত্তাল প্রাণ
সিক্ত কেশের ঘ্রাণ,
খোপায় সাজে রঙ্গন চাপা বকুল,
মেঘে মেঘে উড়ে মেঘদেশে
তোমার দীঘল চুল ।  


মুখখানি দেয় হাতছানি
একটু তারে দেখতে
মানসপটে মুখছবি আঁকা
অপলক তাকিয়ে থাকা ।


এলো কেশে মিষ্টি হেসে
অনুভূতি পুঞ্জে ভাসে
চাঁদের দুল খোপার ফুল
অনাবিল উচ্ছ্বাসে ।


খোপা খুলে দীঘল চুলে
মিষ্টি প্রেমের আভাস,
পাগল করা মন ভোলানো
তোমার চুলের সুবাস ।