মন যাকে ভালোবাসে
মোহ মায়ার অভিলাষে
সে তো নিজেই জানেনা সে কার
বোধহীন অসততার জড় পাহাড়।


সবটাই প্রেমহীন
হয়নি সমীচীন
আরেকটি নতুন ব্যথার দিন
মুখ মলিন সব অর্থহীন।


মন যাকে ভালোবাসে
মোহ মায়ার অভিলাষে
খোলস ভেঙ্গে যায় হঠাৎ
জ্বলজ্বলে দিনে নামে রাত।


যা কিছু ছিল ঠোঁটে
আপন হয়ে ফুটে উঠে না চোখে,
মুখে যা ছিল গভীর প্রেম বিদ্যা
আদতে তা ক্রমবর্ধমান বৃহৎ মিথ্যা।


মন যাকে ভালোবাসে
মোহ মায়ার অভিলাষে
সে তো আমার নয়
তার হৃদয় অন্যের আশ্রয়।


আরোপিত অনুভব
যা কিছু সব
মসৃণ পথ যার অর্থ
বড় বড় ভুলের গর্ত,


মন যাকে ভালোবাসে
মোহ মায়ার অভিলাষে
সে দিয়েছে এমন দুঃসময়
কার জন্য কাঁদে তার হৃদয়?


যা কিছু এমন অপরূপ
তা শুধুই ধোঁকার  অবয়ব,
বুকে বিচ্ছেদ বিঁধছে খুব
জীবন্ত জেনেছি মৃত অনুভব।