সোনার চামচ নয়
তোমার মুখে তুলে দিব
আদিম চামচ,
মধু নয় হয়ত সুমিষ্ট
কোন ফলের নির্যাস
তোমার জিহ্বায় ছুঁয়ে যাবে
তামাম রস ।
তোমার বোল গুলোকে
বুলবুলিয়ে টানবে,
আমার আর্য শ্রেষ্ঠ বীর !


এখন তুমি প্রকোষ্ঠ
জরায়ুর বাঁধন
রক্ত জলের বল্কলে
তোমার মহীরুহ
তোমার মগজে
আমার দূর অতীতেরা
তোমার চোখের চাহনি
আমার অনন্তকাল,


তোমার মুখমণ্ডলে
আমার পিতা পিতামহ প্রপিতামহেরা ।
তোমার হৃদপিণ্ডের
আমার অস্তিত্ব পিন্ড ।


হে শ্রেষ্ঠ আর্য !
আমার ধ্যান জ্ঞান যপ প্রার্থনা-
আজ হতে বহু বছর পর
পড়ছ এই লিখন টুকু,


জন্মের আগেই জন্মেছ
তুমি শ্রেষ্ঠ বীর
তোমার মাঝে অনন্তকাল ,
বেঁচে থাকার বাসনা
স্বাগতম সু স্বাগতম ।
এই ধরণীতলে ।


সময়- ২৮-১০-২০০৮
(১২-১২-২০০৮ খ্রিঃ তারিখে জন্মেছে আমার ছোট জান দেওয়ান নুর তিওম ,  ভুমিস্ট হবার মাত্র ১ মাস ১৪ দিন আগে তাকে নিয়ে এই কবিতা টি লিখেছিলাম, যখন সে কবিতা বুঝতে শুরু করবে তার কেমন লাগবে এটা পড়ে ? )