মনের কাছাকাছি
নিবিড় মাতামাতি
মেটেনা প্রেমের লেনাদেনা
ও মন মানেনা
মন মানেনা ;


মাঝে মাঝে একা লাগে
আনমনে ইচ্ছে জাগে
নির্বাক কোন রাতে
মায়াবী জোছনাতে
হাওয়ায় হাওয়ায় উড়ে যাই
কোন স্বপ্নে ভেসে
তোমার কাছে;
ও মন মানেনা
মন মানেনা |


ওরে আমার পরান পাখি
তোমার পানে চেয়ে থাকি
খুঁজি  তোমায় উড়াল পাখি
সোনার দিনগুলি আর
ফিরে আসেনা ,
ও মন মানেনা
মন মানেনা ।


ধরো যদি ফিরে পেতাম দিনগুলি
সেই ধুলোমাখা গোধূলি
হ্রদয়ের দামে কেনা
ও মন মানেনা
মন মানেনা ।


তোমার হীরে গাঁথা মুখ
দিত অবারিত সুখ,
দিবানিশি ফিরে
আমার মনের ঘরে
ফোটেনা আর হাসনাহেনা
ও মন মানে না
মন মানেনা ।