(এক)


যদি করো সহজ সাধন মিলবে হাতে
ভাবো নেই  কোন স্বর্গ আদতে,
নিচে নেই কোন নরকবাস
উপরে শুধু আকাশ আর আকাশ |


ভাবো সবাই আজকের জন্য বাঁচে
ভাবো সবাই বর্তমানের জন্যই আছে
সবাই এক সাথে এক হাতে
আছে একে অন্যের খুব কাছে;


সাধনে সিদ্ধ তা নয় খুব কঠিন
মনে করো বিশ্ব হবে দেশহীন
এক দেশ নেই মৃত্যু নেই খুন বিদ্বেষ
মনুষ্যত্বই মূল মর্ম থাকবেনা অধর্ম ;
ভাবো সকলেতে বিরাজমান শান্তি
থাকবেনা বিভেদ বিভ্রান্তি |


( দুই)


বলতে পারো
আমি এক স্বপ্নের ফেরিওয়ালা
বিশ্বায়নের জন্য বলা
আসবে সাথে আসতে পারো
নয় একলা একা
স্বপ্ন দেখা
অভিন্ন বিশ্বের জন্য পথচলা ;


যদি ভাবো
এমনটাই পাবো ,
যেথায় নেই কোন অধিকারভোগ
যদি পারো তবে থাকবেনা ক্ষোভ ,
সেই পৃথিবী যেখানে নেই লোভ
যেখানে নেই কোন ক্ষুধা
ভাতৃপ্রতিম মানুষে থাকবেনা দ্বিধা ,


মন তুমি ভাবো
এমন ভুবন এনে দিবো ,
সবার জন্য এক বিশ্ব
সবার জন্য এক দৃশ্য ,
সবার জন্য একটি করে ভালবাসার দাগ
সবার জন্য সমান হবে বিশ্বের ভাগ |


Inspired by the song - imagine
Songwriter: John Winston Lennon