হঠাৎ দেখে এক শেয়াল
পিছনে দৌড়ে ঠেকল দেয়াল
মোটু  পাতলু দৌড়াল মিছে
অহেতুক ধূর্ত শেয়ালের পিছে ।


এক সাথে জোরে হটলো,
শরীরে শরীর  লাগলো,
পরে গিয়ে  উঠিয়ে বাঁধল
মোটু আর পাতলু ।


মৌমাছি উড়ছে ফুলে ফুলে
আমগাছে   মৌচাক দোলে,
ধপাস ধপাস পরছে কিল
কে যেন মেরেছে ঢিল ।


ভো ভো উড়ছে বাতাসে
পিছু পিছু মৌমাছি আসে
মোটু বলে পাতলু  থাকবে?
কিছুক্ষণ বাদেই হুলেতে চাকবে ,


জোরেশোরে দুজনে এগোল
তাই দেখে সবাই হাসলো
আনন্দে হেসে গেয়ে মাতলো
হুল্লোড়ে মোটু আর পাতলু ।


(ছোট শাহির তার মাকে ধরে কাঁদে আমার মা গান টি শুনে , সেই আদরের সোনামনি শাহির বাবাকে ,  বেঁচে থাকুক ভালবাসা )