চোখের চুপকথা
মুখের নীরবতা,
বুকের আহাজারি
সব বইতে পারি ।


ফুল ফুটে না ডুমুরে
তবু চেয়ে থাকে ভ্রমরে,
খোঁজে একলা একা
একটু যদি পায় দেখা ।


আঁধার জমেছে বুকের ভেতর
আসবে কবে নতুন ভোর,
একদিন ঠিক ফুলের সৌরভ
জাগাবে জমে থাকা অনুভব।


নাইবা ফুটুক ফুল
তবু কমেনি একচুল ,
প্লেটোনিক প্রেমে অমর
একলা বাঁচে নি:সঙ্গ ভ্রমর।