বেদনার নীল আঁচে করছি বহন
পূর্ণ জীবন খরচ করে কিনেছি দহন ,
আজো একই রকমের দগদগে স্পষ্ট
বাবা হারাবার কষ্ট ।


বিষাদ ছেয়েছে আমার আকাশ
আছে শুধু না পাবার দীর্ঘশ্বাস ,
জীবন জুড়ে নিঃশেষ আঁধার
বুক উজাড় করেছে শূন্যতা হাহাকার ।


আহা হারিয়ে গেছে সব
তবুও তুমি নীরব,
সব তোমার অংকিত
জীবনভর কেন  কণ্টকিত ।


বেদনাবিধূর  জীবনভর
এমনই দুঃখে কাতর,
অদৃষ্টে দুঃখবিলাসী এক লোক
বিনাশ করেছে শোকের পর শোক ।


          ২)
বাবার কষ্ট আলোর মতই স্পষ্ট
কষ্টের গ্রাসে বিচ্ছেদ বেদনে ভোঁতা
এভাবেই তিলে তিলে
অনুভূতিহীন হয়ে উঠা ।


কষ্ট বেদনা সবটাই  দায়ী
গড়ে দিয়েছে কষ্টের হিমালয় চিরস্থায়ী ,
সেই হিমালয় চূড়ায়
জীবনভর কষ্টের ফানুস উড়াই ।


মায়ার মাঝে মায়া লাগেনা
মনের ভিতর মন জাগেনা
দয়ামায়াহীন অচেনা এক রুদ্রমূর্তি,
এ আমার অবনতি
বোধহীন আমার বিস্তর ক্ষতি ।


(একজন সাদা মনের সাদা আত্মার মানুষ শেখ নাসির উদ্দিন , বাবার প্রতি তাঁর অনুভুতি আমাকে নাড়া দিয়েছে , তার কাছে আমাদের এই প্রজন্মের শেখার আছে অনেক কিছু ।  একজন বিত্তশালী মানুষ যিনি মনের দিক থেকেও অনেক বিত্তবান এবং  বহু মানবিক গুনে ও পারিবারিক বন্ধনের শিক্ষায় উজ্জীবিত , এই কবিতাটি তাকে উৎ্সর্গীকৃত)