এক  বিকেলের  তোমায় পাওয়া  ,
ছিল ঝিরি ঝিরি হাওয়া ।
কাজলকালো মৎস্য চোখ আঁকা
ভেসে ভাসিয়ে  আলো ছায়া ।
নয়নাবতী অঙ্গনা মহাদীপ্তি
আহবানে আহবান ডুবসাতারে অতলাবতী ।


ভাসতে ভাসতে খুলছে দ্বার
তীব্রতায়  জল জলতায়
বুনো সুন্দরীর   মৌনতায়
জাগছে অচল পাহাড় ।
নয়নাবতী অঙ্গনা মহাদীপ্তি
আহবানে আহবান ডুবসাতারে অতলাবতী ।


মাতাল  অক্ষিকোটরে জমানো
শুভ্রভায় ভুবন ভোলানো
সেই কোটরের টানা  আভাতে
অদ্ভুত রঙ লাগে শোভাতে,
নয়নাবতী অঙ্গনা মহাদীপ্তি
আহবানে আহবান ডুবসাতারে অতলাবতী ।


জল ছুঁয়েছে লালিম দৃষ্টি
হাওয়ায় হাওয়ায় ঝরছে বৃষ্টি,
আঁখি পল্লবে পুলক মঞ্জরী
সম্রাজ্ঞীর দুচোখ অপ্সরী ।
নয়নাবতী অঙ্গনা মহাদীপ্তি
আহবানে আহবান ডুবসাতারে অতলাবতী ।