চোরা পলকে এক ঝলক
বহুক্ষণ অপলক ,
চোখ দেখে চোখে চোখ ,
ডুবি সেথায় অতল সুখ ।


পরিণয় হবেনা জানি
তবুও প্রেমটুকু মানি,
বাধ ভাঙ্গা মন রাঙ্গা
দেহ চাঙ্গা সেই প্রেম
পাব না জেনেও তোমায়
তবুও সবটা দিলেম ।


বাঁকা চোখ টানা টানা
আঁকা মুখ মনে হয় কতদিনের চেনা ,
কাজলকালো নয়নে শয়নে স্বপনে
বাড়ে শুধুই প্রেমের দেনা  ।


নয়নে ছাপিয়া রাখে নয়নতলে
নয়নে কষ্ট ঢাকা,
নয়নেই কষ্ট আহা,
নয়নেই কষ্ট ঝরে নয়নজলে ।


নয়নে প্রকাশ আকুতি মিনতি
নয়নের নয়নে ডুবে থাকো
সারা-বেলা সারাক্ষণ
তুমি অতলাবতী ।


(উৎসর্গ-  সেই পাখি যে থাকে নয়নে ,নয়নেই সদা তোমায় রাখি আর শুধুই তোমায় ডাকি)