গ্রামে গঞ্জে সবার সাথে
এক হয়ে যায় মিশে,
এবার তিনি বিজয়ীর বেশে,
নুরের নুর টুকু
হৃদয়ের মাঝে এসে.
ছড়ান হেসে হেসে ।


ছড়িয়ে যায় নুরটূকূ  চিরদিন
তাঁর হাতেই দেশের স্বপ্ন রঙিন ,


তাঁর  স্বপ্নে স্বপ্ন রাঙে
সুশাসনের আলোর সংগে,
বাংলাদেশ জ্বলে উঠে  তার হাতে
নিজের আলোটুকু মেলো এক সাথে।


দীর্ঘ অপেক্ষায়  জাতি
আসবে এমন কেউ ,
আধার সরে যায় নতুন আশায়
বাধ ভাঙ্গে ঢেউ ।


শাসন করেন বারণ করেন
পথ দেখান পথ গড়েন ,
সুশাসনের পথ নয় আর দূর.
প্রতিবন্ধক  বাধা সব  
ভেঙ্গে হয় চুর চুর,
ছড়িয়ে যাক  সবার মাঝে
নুরের সবটুকু  নুর ।


(বাংলাদেশ পুলিশের জীবন্ত কিংবদন্তী সাবেক আইজিপি ও বর্তমানে সংসদ সদস্য নুর মোহাম্মদ স্যার, তার কাছে আমাদের প্রত্যাশা আকাশ ছোঁয়া , সুশাসন প্রতিষ্ঠায় দরকার এমন দীপ্তিমান আলোকিত প্রাণ , এই লেখাটি স্যার কে উৎসর্গীকৃত । স্যার কে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে চাই এটা আমাদের সকলের প্রাণের দাবী)