১)


  জানি মনের কোথায় থাকি
  অথচ জানো না তুমি
তোমায় কোথায় রাখি আমি,
ভাবনাতে যতটা পেরোলে হয় পাগলামি।


মাথা থেকে ঝেড়ে দিয়ে বার বার
তবু খেয়ালে ফিরে আসে আবার,
ইচ্ছেরা বেরিয়ে গেলেও আসে স্বপ্নধারায়
ভালবাসাহীনতায় কষ্ট ঝরে আঁখিতারায়।


চেনা তুমি মাঝে মাঝে যেন অচেনা
লুকান সময় গুলো কেন খুব অজানা,
কোমল অনুভূতিগুলো যেন করছ খুন
প্রতিদিন এভাবে তুমি হয়ে যাও নতুন।


হয়ত এই প্রেম খেলায় নই অভিজ্ঞ
বুকে হাত রেখে বলো তুমি বিশুদ্ধতার যোগ্য?
যেদিন বিবেক উঠবে অস্বাভাবিক জেগে
হাজার চেষ্টায় মুক্তি পাবে না অশুচিতা থেকে।


২)


ভাবো সবাই নির্বোধ আর ভীষণ বোকা
গভীরে আসলে নিজেকেই দিচ্ছো ধোঁকা,
সবাই বোঝে কোনটা প্রেম আর কোনটা গভীর
সামাজিক অবস্থান বোঝ মনকে ভাবো বধির।


একদিন শেষ হবে এই লোভনীয় দেহ
বুঝবে তখন আসল নাকি শুধুই মোহ,
নিজেই বলো নিজের সবটুকু যা নকল
সময়ে বুঝবে অসততার কঠিন ধকল।


ভুল মানুষ অসৎ ভালবাসায় নির্মম কষ্ট
মুখোশ খুলতে পারি আলোর মত স্পষ্ট,
আমি তো নই তুমি আমার আছে শুদ্ধতার বোধ
ভুল মানুষ ভুল আবেগ ভালবেসে দিচ্ছি শোধ।