অধর্ম তুমি বলছ কথা ধর্মের
পাশবিক মর্মান্তিক তুমি বলছ কথা মর্মের !
সাদা কালো মিশ্র সব চর্মে
অধর্ম তুমি ধর্ম বানাও এমন হীন কর্মে ?


অধর্ম আজ ধর্মের চেয়েই বড়ো
পশু হয়ে ধর্মের ভিতর নড়ো,
কোন ধর্ম বলেছে মারতে
আর খেলতে রক্তের হোলি খেলা,


অধর্মই আজ বড় শক্ত
নাশকতায় ঝরছে রক্ত
ভীষন ভার  জুরি মেলা
আহা কেন এই তীব্র ঘৃনার খেলা ?


(শ্রিলংকায় বর্বরোচিত হামলার তীব্র নিন্দা হোক এই কবিতা )