অজান মানুষ
খুঁজি তোমায়
মনোলোক বিহারে,
দৃষ্টিপথ অস্থির যেমন
তেমন  করে  অন্বেষণ
অদৃশ্য  ভবের নিরাকারে ।


অজান মানুষ
চরণ স্পন্দন
বেতাল বেহুশ,
গুরুবাক্যে বলবান
বিন্দুতলে তরঙ্গ বিস্তারে
লদ্ধ হয় জ্ঞান।


অজান মানুষ
ধোকায় ধোকায় মন্দরোষ
খুঁজে খুঁজে বিষয় মোহে
শুধুই অধরা ,
আপন আত্মায় বহে
নদী তবুও শেষ হয়না খরা‌।