(এক)


ফুরিয়ে এলো যে ভোর
আসন্ন সকালের তোড়জোড়
বিরহ বিয়োগের গাড়ি বিষাদ আমেজে
তাগিদের ভেঁপু বাতাসে বাজে |


তল্পিতল্পা সব গুছিয়ে
বিষাদের চাদর বিছিয়ে
তোমার দ্বারে ঘুম ভাঙবে
অপেক্ষায় কাতর সেই আশায় দাঁড়িয়ে ;


এমন কঠিন নি:সংগ
যেন অসাড় হয়ে আসছে সব অংগ ,
তলার মাটিগুলো যাচ্ছে সরে
মেয়ে ! মনে হয় যাচ্ছি মরে ;


কথা দাও প্রতীক্ষায় হয়ে থাকবে অধীর
খুশিতে চুমু তে ভরে থাকবে ছোট নীড় ,
শক্ত করে ধরো যেন কখনও ছাড়বেনা
হয়ত ফিরবো হয়ত ফিরে আসবোনা |



বেদনা বিধুর ক্ষতগুলো নিয়ে অচেনা স্থানে
চলে যাব অনিশ্চিতের উড়োযানে
ও মেয়ে ! একটুখানি ঠাই
যেতে চাইনা যদি তোমায় পাই ;


কত মান অভিমান দূরে ঠেলা
এত ছলাকলা বেলা অবেলা
সব কিছুই খুব তুচ্ছ
হৃদয়ের আয়নাতে দেখি স্বচ্ছ |


অন্তরে সদ্য ফোটা
গোলাপ তুমি এক গুচ্ছ,
যেখানেই যাব মনেতে পাব
ঘ্রাণ গুলো ভরে রাখব ;


মেয়ে! তোমার জন্যই লেখা
তোমার জন্যই ভাবনা হয়ে ভাবনা দেখা
তুমি এমন অলৌকিক স্বর্গীয় টান
শুধু তোমার জন্যই আমার সব গান |


( দুই)


আমায় একটু খানি নাও
চুমু তে আলিঙ্গনে ভরে দাও,
সময়ের কাছে ভীষণ অসহায়
সময় এসেছে জানাতে বিদায়  |


চোখ দুটো বুজো
হৃদয়ে আমায় খুঁজো
অনাগত দিনের স্বপ্ন দেখা
যখন হারাবোনা আর একলা একা |


দুজনাতে দুজনার ব্যথা
বলবনা তখন এই সময়ের কথা ,
মেয়ে আমি যে সত্যি সত্যি
ফুরিয়ে সব অভিব্যক্তি ,


তোমার অস্পষ্ট মুখ
আবছা দেখতে পাচ্ছি,
ধীরে ধীরে অতলে  
আমি হারিয়ে যাচ্ছি |


Inspired by
'Leaving on a jet plane'
By John Denver