টুনটুনি পাখি টুনটুনি পাখি
নিবিড় মাখামাখি,
উদাস করে মন-মুকুরে
আসা যাওয়ার লুকোচুরি ।


কোন আকাশে উড়ো
আমি কোন আকাশে খুঁজি,
টুনটুনি পাখি টুনটুনি পাখি
নিবিড় মাখামাখি ।


কষ্ট এত কেন
পুড়ে পোড়ায় যেন
জ্বলছে দাউদাউ,
ভুলতে পারিনা কেন
জুড়ে থাকো যেন
ছুঁয়েই উড়ে যাও ।


কোন আকাশে উড়ো
আমি কোন আকাশে খুঁজি,
টুনটুনি পাখি টুনটুনি পাখি
নিবিড় মাখামাখি ।


হৃদয়-জুড়ে বিরাজ করে
খুব যতনে
গহীন গভীর মাঝে
কি সুর বাজে ,বুনোপাখি
নিবিড় মাখামাখি  ।


ছুঁয়ে যাও দাউদাউ আগুনে
পুড়ে হও সোনা দগদগে মনে,
জালিয়ে দাও  কষ্ট গুলো এই ক্ষণে
স্বপ্ন পারের ঘুড়ি উড়াও মায়া বনে ।


তোমার বুকে জুড়ে থাকে
দুঃখ সুখে মধু-মঞ্জরি
তোমার মনে সংগোপনে প্রতিক্ষণে
আহা কি যে সুন্দরী ।


হাসনাহেনারা গন্ধ জাগায়
গভীরতর  চুড়ায়
সুখ স্বপ্ন উড়ায়,
তবুও কি সে এমন
পুড়ে আমায় ।


বুনো-পাখি নিবিড় মাখামাখি
মণি-জালে নয়নমণি
সুজন সুশীল সৃজনী
মধু-মঞ্জুরি আহা কি যে সুন্দরী ।


কোন আকাশে উড়ো
আমি কোন আকাশে খুঁজি,
টুনটুনি পাখি টুনটুনি পাখি
নিবিড় মাখামাখি ।