পকেট যে ফাঁকা
দেবার নাই  সাধ্য,
তবুও অনিবার্য টাকা
চা হিবা মাত্র দিতে বাধ্য ।


চকচকে নতুনের সাথে জোট
ছুঁড়ে ফেলে ছেঁড়া ময়লা নোট ,
বিরস কবির  শুকনো ঠোঁট
ভুল রমণী তে খায় হোঁচট ।


সত্যি সত্যি হারায় শান্তি
চাইলেই বলে নাই ভাংতি,
খুচরো পয়সা নয়
আমার পুরোটাতেই হয় ।


অর্থনীতির অর্থে
টাকা কড়ি গর্তে,
লুকিয়ে আড়ালে সঞ্চয়
সুখ জমালে অসুখ হয় ।