রাতের নীহারিকা হয়ে
ডুব দিব যদি,
চন্দ্র-বিলাসী রাতে
তুমি হও নদী ।


তুমি আমার মন খারাপের দিনে
জেগে উঠা আবেগ,
তুমি আমার অসময়ের  
জমিন জুড়ানো মেঘ ।


তুমি আমার আলতো মাখা
কোমল কুসুম ,
তুমি আমার নির্ভার
স্বস্তি-দায়ক ঘুম ।


তুমি আমার মন ভালোর
উড়ন্ত এক পাখি,
কষ্ট পেলেই তোমার জন্য
অপলক চেয়ে থাকি ।


তুমি আমার প্রশান্তির আবেগ
রয়েছ সবটুকু জুড়ে,
তুমি আমার মেঘ
আছো অন্তরের অন্তরে  ।


তোমার গভীরতর বন্দর
সারা-বেলা করেছি রপ্ত  ,
দিগন্ত জুড়িয়ে প্রান্তর
জুড়িয়ে যাই সবটুকু তপ্ত ।


তোমাতে রোদ মিলিয়ে ঝিলমিল
তুমি সাজো সাজাও বর্ণিল ,
বুকেতে স্নিগ্ধ স্বপ্নিল ঘর
দুঃখমালার প্রশান্তি  থাকো দিনভর ।