বাড়ছে বন্ধন প্রীতি
মজবুত শক্ত ভিত্তি ,
কলোনীর রীতি নীতি
আজন্ম সঞ্চয় স্মৃতি |


অতীতের ভরে বাড়ে আশা
উত্তেজনায় হারিয়ে গেছে ভাষা,
বৃন্তের বন্ধন কিযে সুন্দর
অনুভুতিপুঞ্জে জাগে অন্তর |


বাঁচে মন বুনিয়াদের বন্ধন
জ্বলজ্বলে ঐ তারা করে ইশারা ,
অদ্ভুত আভায় জাগছে সৌরভ
স্মৃতি জাগানিয়া এক অনুভব |


কোন সে অতীত গানে
পরান শুধুই টানে ,
তবুও মেটে না আশ
করেছে সারাবেলা সারাক্ষন গ্রাস ।


অনন্য সেই নাম ,
হাতে হাত তুলি
সব কিছু ভুলি ,
বলে  উঠি - আমরা সবাই অনেক অনেক ধন্য ,
বুকের ভিতরের প্রানের টান সুগার মিলের জন্য |