কেন এভাবে সব
শব্দগুলো হয় নীরব
ক্ষয়ে ক্ষয়ে  ফুরিয়ে যায়
  সময়ের সবটুকু দায়;


  জানি এভাবে একদিন
  উর্বর ভূমি মসৃণ;
  একলা বহে নিরবধি
ব্যথার পলি জমা নদী;
  
হারিয়ে  খেই হারিয়ে  গতি
  সব কেড়ে নিয়েছে ঢেউ
কেন ডুবে এভাবে কেউ,
সর্বনাশে র কোন নাম নাই
হতে পারে  নাম অসহায়,


তবুও মনে রেখো অথবা ভুলে যেও
পাড় ভাঙ্গা ঢেউ,
ঘর ছাড়া বিধ্বংসী ঢেউ
তুমি আমি আর নাই কেউ ।


মনের ভিতরে  তাগিদ
নানা রং বহুবিধ
একটি ছোট বাসা
বেঁচে  থাকার শেষ আশা,


নাড়া দেয় দরজায়
বাঁচিয়ে রাখে বেদনায় ,
দূর থেকে বহুদূরে
রাখে আমায় সঙ্গী করে ;
পাড় ভাঙ্গা বিধ্বংসী ঢেউ
তুমি আমি আর নাই কেউ।