পাখিরা কাঁদে  ছটফটে করে
রাত কাঁদে ভোর কাঁদে পাতা ঝরে
তোমাকে হারিয়ে কেঁদেছে মাটি
কেঁদে কেঁদে গাছেরা পত্রবিহীন,


পিতা তোমার আত্মত্যাগে
বাংলায় আজ  এসেছে সুদিন;
সারা বাংলা  যখন উৎকণ্ঠায় উদগ্রীব, 
বুকের গভীর থেকে জেগে উঠে সে নাম 
 বঙ্গবন্ধু শেখ মুজিব।


কোটি বাঙ্গালীর বুক ভিজিয়েছে
পিতা তোমার বুকের রক্ত,  
শোক যেন হয়েছে শক্তি 
যেন ধমনী শিরায়  মিশে গেছো পাকাপোক্ত।
সারা বাংলার ঘরে ঘরে 
মিলাদ দরুদ দুআ  তোমার তরে,


ধনী  গরীব  কৃষক মজুর
তুমি মিশে আছো সবার হৃদয় গভীরে
সারা বাংলা যখন উৎকণ্ঠায় উদগ্রীব, 
বুকের গভীর থেকে জেগে উঠে সে নাম 
 বঙ্গবন্ধু শেখ মুজিব।