১)
মেঘদের দেশে দুর পাহাড়ের বুকে ঝলকানি
কোল জুড়িয়ে হিম হয়ে যায় বাতাস
ঘন কুয়াশার প্রপাতে,
নেমে আসে অজস্র ভোর ।


একি টানে টেনেছে আমারে মেঘদূত
মেঘালয়ের রাজকন্যা সম্রাজ্ঞী সম্ভাষণ ,


হে পাহাড়ের মেয়ে!
তোমার বুক ফেটে কেন ঝরছে অজস্র বাণ
চিরচেনা চির দুঃখী
আমারও আছে দুঃখ
আমারও আছে জল-টলমল প্রবাহ ।


এসো মোরা বিলিয়ে দেই
মহাসাগরের অতলে
গভীর থেকে গভীরে,
আমাকে শেখাও তুমি নির্জলা ভালবাসার আত্মদান ,


আমারে শেখাও কন্যা
তোমার কোলে দাঁড়িয়ে থাকা শেষের কবিতা
অথবা অমিত লাবণ্যের মহাপ্রয়াণ ।
কন্যা তোমার নাম ?
এপারে জাফলং ওপাড়ে শিলং ।


হ্রদয়  চোষে  বেড়াই
যখনই দেখি তোমাদের এই নিরন্তর সৌন্দর্য
পাহাড় নদী বন আর মেঘকুল ,
সুকন্যা কুমারী তোমাদের হাতছানি
পিছনে ফেলে ডাকি
জাফলং আর শিলং ।