বুকের গভীর থেকে
পারেনি ওরা সরাতে,
বঙ্গবন্ধু তোমাকে ,
মিনতি ভরে তোমাকে ডাকি
বুকের মাঝে মানচিত্র খুঁজি
পিতা তুমিই বাংলার মুখচ্ছবি ।


বুক ফেটে যায় বুক ভেঙ্গে যায়
গভীর আর্তনাদে
রক্ত গঙ্গায় ভাসিয়ে ,
আহারে !আহা ! কলংকিত সেই রাতে,


রাত্রি তখন হয়েছে গভীর,
বত্রিশ নম্বরে
থামল এসে ঘাতক জীপ
গোলাবারুদ কামানে ।
মুল ফটকে নাড়ল কড়া
করল দখল সিকিউরিটি পোস্ট,
ছুঁড়ে দিল বুলেট ক্ষমতালোভী ঘাতক পাপিষ্ট,


বুক ফেটে যায় বুক ভেঙ্গে যায়
গভীর আর্তনাদে
রক্ত গঙ্গায় ভাসিয়ে ,
আহারে !আহা ! কলংকিত সেই রাতে,


ভয়াল কালো   রাতটি  ছিল
রক্তাক্ত আর কলঙ্কিত
পচাত্তরের পনেরই আগস্ট ।


নিস্তব্ধ রাত ভেঙে খান খান, ছোবল বসালো সব বেইমান
মায়ের বুকে, শিশু রাসেলের বুকে, ঘাতক বুলেট ঢোকে
পিতা,কীভাবে পারল হায়েনার দল
তোমার বুকে দিতে বিষাক্ত ছোবল ,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, মুটে ,মজুর আবালবৃদ্ধবনিতা
কাঁদছে বাংলা কাঁদছে সবাই, বাংলার চোখে  জল
বুক ফেটে যায় বুক ভেঙ্গে যায়
গভীর আর্তনাদে
রক্ত গঙ্গায় ভাসিয়ে ,
আহারে !আহা ! কলংকিত সেই রাতে,


হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
মুটে মজুর জওয়ান নওজোয়ান
এসো সবাই হও আগুয়ান
ডাকছে ঐ বঙ্গবন্ধু শেখ  মুজিবর রহমান ।
বুক ফেটে যায় বুক ভেঙ্গে যায়
গভীর আর্তনাদে
রক্ত গঙ্গায় ভাসিয়ে ,
আহারে !আহা ! কলংকিত সেই রাতে,


ভয়াল কালো   রাতটি  ছিল
রক্তাক্ত আর কলঙ্কিত
পচাত্তরের পনেরই আগস্ট ।


পিতার জন্য  আজ সবার চোখে  জল ,
ঘৃনা দিলাম বিপথগামী ঘাতক হায়েনার দল .
শোকে ভাসছে জাতি ,
শোক আজ দেশপ্রেম  অশ্রু হয়েছে তাই শক্তি
বঙ্গবন্ধু শুধু তোমারই নাম গাই
দ্যাখো কাঁদছে বাংলা কাঁদছে সবাই ।


বুক ফেটে যায় বুক ভেঙ্গে যায়
গভীর আর্তনাদে
রক্ত গঙ্গায় ভাসিয়ে ,
আহারে !আহা ! কলংকিত সেই রাতে,


ভয়াল কালো   রাতটি  ছিল
রক্তাক্ত আর কলঙ্কিত
পচাত্তরের পনেরই আগস্ট ।