আমরা যারা বাংলা দেখি বাংলা আঁকি ,
বুকের মাঝে বিশাল করে মানচিত্র ভাবি ,
তারাই সবাই মানতে পারি , বলতে পারি ,
শ্রদ্ধা ভরা অঞ্জলি ভরা ভিতর টাকে দিতে পারি
পিতা তোমার বুকে .
এই দেশে তে নাইবা হল ,
হত যদি নিকারাগুয়ায় কিংবা উরুগুয়ে ,
তবুও যেন জন্মই হয়েছে জন্মদাতা প্রানপিতার তরে ।
আমরা যারা মুক্তিকামী মুক্তি-ভাষী মুক্তির সাহারা
তারাই যেন বুকে বুকে
এ পিতারই রন্ধ্রে রন্ধ্রে শিরাই উপশিরাই.
হিন্দু মুসলিম মুটে মজুর জোয়ান নওজোয়ান ,
হও আগুয়ান ডাকছে ঐ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
বংগে বংগে বাংলাদেশে
গ্রাম গঞ্জ হাট বাজারে একজনই বন্ধু হয়ে
কুলি মুটে মজুরের ঘাম মুছিয়ে ,
সত্যিকারের পিতা ।
তাইতো পিতা তোমায় দিলাম
মনের খেতাব মনের মাঝেই মিলিয়ে ,
নিজের যা সবটুকু বিলিয়ে
হয়ে গেলে তুমি বঙ্গবন্ধু ।


যখন তুমি অন্ধ প্রকোষ্ঠ কারাগারে ,
কেউবা রোজা কেউবা উপোষ .
প্রার্থনা ঘরে ঘরে
মসজিদ মন্দির গির্জা প্যাগোডায়
সবাই মোরা এক ধ্যান ,
হে প্রভু ! আমাদের পিতা যেন রহে নিরাপদে
হে প্রভু আমাদের পিতার প্রাণ ভিক্ষা দিন
এমন করেই বাংলায় আজো মহান তুমি
জাতির প্রানপিতা  বঙ্গবন্ধু বংগের মহীরুহ  ।


পঁচাত্তরের পনেরই আগস্ট ,
রাত পোহালেই সূর্য
অথচ উঠল না সেদিনের সূর্য !
সুবহে সাদেক .নিস্তব্ধ কাল রাত ..
ঘাতকের বুলেটে ঝাঁঝরা হল পিতার বুক ,
মাতার বুক ছোট শিশু রাসেলের বুক
পরিবার পরিজন সবাইকে
রক্ত গঙ্গায় ভাসিয়ে দিল , আহারে !আহা !
বুক ফেটে যায় বুক ভেঙ্গে যায় গভীর আর্তনাদে !!


জন্মদাতার বুকে মোরা কোটি বাঙ্গালীর মুখ .
যতই হোক বুলেট বোমা বিপথগামী ঘাতক হায়েনার দল .
পিতার বধে আজ সারা বাংলায় সবার চোখেই জল ,
অশ্রু আজ শক্তি
রক্ত গঙ্গা আজ প্রেরণা উৎকর্ষতা .
শোক আজ দেশপ্রেম ..
পনেরই আগস্ট শোকে মুহ্যমান জাতি ,
কাঁদছে বাংলা কাঁদছে সবাই
কাঁদো বাঙ্গালি কাঁদো ।