বুকের ভিতর আরেকটি বুক
সেই খানেতে লুকিয়ে রাখি তোমার মুখ
সেই বুকেরই সব টুকু শ্বাস
উঠল কেঁপে হা হুতাশ !


ভীষন ব্যাথায় উঠল কেপে
তোমার চোখের পানি নেমে
ঈশান ব্যোম মরু ক্ষেতে
সব খানেই উঠল তেজে ।


ভীষন ব্যাথা বুকের বুকে
তোমার চোখের বিন্দু জল
দাউ দাউ করে দাবানল,
তোমার অশ্রু তোমার কান্না
বুকের মাঝে আঘাত আর না !


সব কিছুতেই এলেবেলে
তোমার জলে ভাসলো কি যে ?
আর কেদোঁ না অনন্য
হ্রদপিন্ডটা তোমার জন্য,
তবুও কেন এত জল
মুছে দিলাম দুঃখ সকল।


এসো আমার বুকে
তীব্রতা আর সান্নিধ্যতার সুখে,
দুঃখ গুলো শুধুই থাকুক আমার
বিনিময় হল সুখ গুলো তোমার।


তোমার সুখের সুখী হয়ে
দুঃখ টাকেই অর্ঘ্য ভেবে
জ্বালিয়ে দিলাম দ্বীপ শিখা,
তোমার মুখে উঠুক জ্বলে
হারিয়ে পাবার দিশা !


( একজন চাইনিজ কবি যিনি কাদঁলে চোখ দিয়ে রক্ত ঝরত, আর একজনের কান্না শুনলে মনে হয় বুকের ভিতরে রক্তক্ষরন )