(১)
পথের সাথে হল পথের সন্ধি
পথ ফুরালেই আবারো যুগল বন্দী,
ভালবাসা বাসি কিছু নয়
সবই মনের ফন্দি।


(২)


-একবার সেই ভাবে ডাক ,
যাতে আটলান্টিকের বুকে ঝড় উঠে
ফুঁসে উঠে সমুদ্রের জল
যেমন সীতার ডাকে দ্বিধা হয়েছে ধরিত্রি,
যদি ডাক সেই ভাবেই ডাক
সেই ভাবেই বুকে টেনে নাও
অচল পাহাড়ও দ্যাখো
ছুটে যাবে তোমার সান্নিধ্যে।
(লেখাটা আরেকটা লেখা পড়ে তার ছায়া অবলম্বনে )


(৩)


সাতটি পাহাড়
পাদদেশে নগর
হতবিহবল হয়ে বিমোহিত
তৃষ্ণার্তের মত তাকিয়ে রই,
জৈবিক প্রাকৃতিক দর্শনেরা
খেলা করে মনে।
অফুরন্ত হাওয়ায় ভেসে যাই
পাহাড় আমার বুকে
তোমার বীজ বুনেছি।