যেন বুকের মাঝে এক দলা
কঠিন পাথর বিঁধে দিলে,
একটি তাজা প্রান কে
কোন প্রান বাঁচাতে মেরে ফেললে!


কি ভীষন বেঁচে থাকার আকুতি,
জলজ্যন্ত প্রান মেরো না আমায়!
কি তীব্র বোধ তুমি গেথেছ
এই জলজ্যন্ত প্রানে।
চুল থেকে নখে শুধুই তুমুল তুমি,
কি নির্মমতায় উষ্ণতায়
গলা চেপে ধরছ!


আমি শুধু প্রান বাঁচাতে কাংগাল,
তবুও পারিনা,
আমার সবটুকু পারংগমতা দিয়েও
আমাকে গলা চেপে মেরে ফেললে ধীরে ধীরে।


আমি মুমুর্ষু তবুও
তোমার আমার যৌথ এ খামারে
যৌথ এই প্রানীটাকে বাঁচাও.
তীব্র হাহাকারে তুমুল নাগালে
শুধুই তুমি ত্রাতা, আমাকে মেরো না  ।