কষ্ট তুমি পাথর কঠিন
কষ্ট তুমি শুষুক ,
তবুও জানি কষ্টে তোমার
ভিজাবেনা দুচোখ ।


কষ্ট আছে সারাবেলা
কষ্ট দিনে রাতে
হয়ে গেছে নিত্য সুধা
ছায়ার সাথে সাথে ।


কষ্ট আমার বিশাল নদী
কেনা বিষাদ দামে
ভালবেসে ছুয়ে দিলে
রাখব নীলখামে ।


কষ্ট মাখা সুখে দুখে
তোমার মুখ আছে ছুয়ে
মরুর তৃষ্ণা আমার বুকে
তপ্ত বালু আছে শুয়ে ।


কষ্ট আছে নিভৃতে
কষ্ট চুপিচাপে,
কষ্ট কেন  শিউড়ে উঠে
কষ্টের লোমকূপে।